আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি বন্ধ হচ্ছে ১৮ বছর পুরনো ইয়াহু মেসেঞ্জার

বন্ধ হচ্ছে ১৮ বছর পুরনো ইয়াহু মেসেঞ্জার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৪:১৬ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


389অনলাইন ডেস্ক: নতুন মেসেজিং অ্যাপ উন্মোচন করে নিজেদের ১৮ বছর পুরনো ‘ইয়াহু মেসেঞ্জার’ বন্ধ করে দিচ্ছে সংশ্লিষ্টরা। ৫ আগস্ট বন্ধ করে দেয়া হচ্ছে এক সময়কার জনপ্রিয় ওই অ্যাপটি।

বন্ধ করে দেয়া হলে পুরনো ইয়াহু মেসেঞ্জার ব্যবহারকারীরা আর চ্যাটে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। ইয়াহুর নিজস্ব ব্লগে প্রতিষ্ঠানটির চীফ আর্কিটেক্ট এমোটজ মাইমন এসব কথা জানিয়েছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, নতুন সেবাগুলোর দিকে নজর বেশি দিচ্ছি আমরা। সে জন্য ৫ আগস্ট বন্ধ হয়ে যাচ্ছে পুরাতন ইয়াহু মেসেঞ্জার। বন্ধ হয়ে গেলে অ্যাপটির চ্যাট কিংবা কোনো তথ্যে প্রবেশ করতে পারবেন না ব্যবহারকারীরা।
৫ আগস্টের মধ্যে পুরাতন অ্যাপ ব্যবহারকারীদের নতুন ইয়াহু মেসেঞ্জারে স্থানান্তরিত হওয়ার অনুরোধও জানান তিনি। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।