আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে রণক্ষেত্র, নিহত ৩

ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে রণক্ষেত্র, নিহত ৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২০ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ভারতের বেঙ্গালুরু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। গ্রেফতার হয়েছেন একশ’র বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) ঘটনার সূত্রপাত ঘটে কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। রাতেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন বহু মানুষ। বাড়ি লক্ষ্য করে চলে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। প্রতিবাদে ডিজে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালান হামলাকারীরা।

এ ঘটনায় প্রতবাদকারীদের আইন ভঙ্গ না করার আহ্বান জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই। ফেসবুকে যে বিতর্কিত পোস্ট দিয়েছে তাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি। তবে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ। সহিসংসতা নিয়ে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দিনেশ গুণ্ডু রাও বলেছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে ডিজে হাল্লি ও কেজি হাল্লি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।