আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফের টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে

ফের টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : গুঞ্জন শোনা যাচ্ছিলো গত কয়েকদিন ধরেই। অবশেষে সত্যি হলো সেটিই। বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে ফেব্রুয়ারি থেকেই টাইগারদের দায়িত্ব নেবেন হাথুরুসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে বড় বড় সাফল্য পেলেও তার বিদায়টা হয়েছিলো বিতর্কিতভাবেই। নিজের একগুয়েমির কারণে সমালোচনার শিকার হয়েছিলেন সকল মহল থেকেই। পাঁচ বছর পর আবারে সেই ‘কড়া হেডমাস্টার’ই ফিরছেন সাকিব তামিমদের কোচ হয়ে। হাথুরুসিংহকে পুনরায় টাইগারদের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) পাপন জানান, ‘আমরা হাথুরুসিংহকে ৩ ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অন্তত ২ বছর সে জাতীয় দলের সঙ্গে কাজ করবে। আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় ৫ জন আছে। এই উপমহাদেশেরই আছে ৩ জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।’
এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের টেকনিক্যাল কন্সালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো শ্রীধরণ শ্রীরামকে। টি-টোয়েন্টিতে তাকেই কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে গুঞ্জন শোনা গিয়েছিলো। তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই তিন ফরম্যাটের জন্যই হাথুরুসিংহকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো বিসিবি।
এর আগে, মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ ছাড়েন হাথুরুসিংহে। এরপরই তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চূড়ান্ত ঘোষণা দেয় বিসিবি।