আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি প্রস্তাবিত বাজেট কাল্পনিক ও অগ্রহণযোগ্য: ফখরুল

প্রস্তাবিত বাজেট কাল্পনিক ও অগ্রহণযোগ্য: ফখরুল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২১ , ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : প্রস্তাবিত বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সরকার বাজেটের নামে জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করেছে।’ করোনায় স্বাস্থ্য সুরক্ষার সমালোচনা করে ফখরুল বলেন, ‘বাজেটে করোনা মহামারি পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমলে নেওয়া হয়নি।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘অতিমারিকালে এই বাজেট কাগুজে ছাড়া আর কিছুই নয়।’ প্রস্তাবিত বাজেট দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হয়। এর আগে মন্ত্রীপরিষদে এটি পাশ হয়। মোট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নিয়ে নতুন বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।