আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ন্যাটোর অস্ত্রাগার ধ্বংসের দাবি রাশিয়ার

ন্যাটোর অস্ত্রাগার ধ্বংসের দাবি রাশিয়ার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২২ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনে ন্যাটোর একটি অস্ত্রাগার ধ্বংস করেছে। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এমন একটি ভিডিও প্রকাশ করেছে। পোল্যান্ড সীমান্তের কাছে ন্যাটোর ওই অস্ত্রভাণ্ডার  রুশ হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি মস্কোর। এদিকে, সেভেরোদনেৎস্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছে রুশ বাহিনী। তবে তাতে সাড়া দেননি ইউক্রেনের যোদ্ধারা। শহরের আজত রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে নিজেদের অবস্থান আরও জোরদার করছে রাশিয়া। সেভেরোদোনেৎস্কের ৮০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ বাহিনী।

লুহানস্কের গভর্নরের দাবি, সেভেরোদনেৎস্কে হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। অব্যাহত গোলাবর্ষণে তারা বের হওয়ার সুযোগ পাচ্ছেন না। তাদের অনেকেই আজত রাসায়নিক কারখানার নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন। তবে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে খাদ্য ও পানি সরবরাহ কমে এসেছে এবং স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে। এতে করে রোগবালাই ছড়িয়ে পড়তে পারে।