আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নিবন্ধন পেল দৈনিক ‘দিনের শেষে’র অনলাইন

নিবন্ধন পেল দৈনিক ‘দিনের শেষে’র অনলাইন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২০ , ৩:০৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : দেশের একমাত্র বৈকালিক পত্রিকা দৈনিক দিনের শেষে’র অনলাইনসহ ৩৪টি অনলাইন নিউজপোর্টাল এবং ১০টি পত্রিকার অনলাইন নিবন্ধন পেয়েছে। গোয়েন্দা সংস্থার ইতিবাচক রিপোর্ট পাওয়ার ভিত্তিতে এসব অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব নিউজ পোর্টালগুলোর তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি চলমান প্রক্রিয়া। যে সমস্ত অনলাইন নিউজ পোর্টালের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাসমূহের অনাপত্তি পাওয়া গেছে, শুধুমাত্র সেইগুলির তালিকা প্রকাশ করা হলো এবং তাদের প্রাথমিক রেজিস্ট্রেশনের অনুমতি দেয়া হলো। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনাপত্তিপ্রাপ্ত নিউজপোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

দেশের একমাত্র বৈকালি পত্রিকা দিনের শেষে। ঢাকা থেকে প্রকাশিত এই পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন শ্যামল দত্ত। ছাপা পত্রিকাটির প্রকাশক রাজনীতিবিদ সাবের হোসেন চৌধুরী। এক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা ‘দিনের শেষে’ পত্রিকার বর্তমান অনলাইন ভার্সন আরো বৈচিত্রময় এবং সমৃদ্ধ। আধুনিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির উৎকর্ষতার ছোঁয়ায় অনলাইন এখন বৈচিত্রে প্রথম সারিতে। পত্রিকার প্রধান কার্যালয় রাজধানীর মালিবাগে অবস্থিত।