আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নিউজিল্যান্ড সফররত দলকে মাশরাফির শুভকামনা 

নিউজিল্যান্ড সফররত দলকে মাশরাফির শুভকামনা 


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২১ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলতে এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ দল। দুই বছর আগেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া ডানহাতি এ পেসার এখন ওয়ানডে দলে নেই। তবে নিউজিল্যান্ড সফররত তামিম ইকবালদের প্রতি শুভকামনা জানিয়েছেন মাশরাফি। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে গতকাল তিনি বলেছেন, দলের ওপর প্রত্যাশার চাপ কমানো উচিত।
আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সম্ভাবনা নেই মাশরাফির। গতকাল তিনি বলেন, ‘আমি এখনো চিন্তা-ভাবনা করিনি। এখনো প্রস্তুতি নাই।’
তামিম-মুশফিকদের জন্য নিউজিল্যান্ড সফর সহজ হবে না উল্লেখ করে মাশরাফি বলেছেন, ‘আমরা সবাই নিউজিল্যান্ড খুব কঠিন। তার সঙ্গে সাকিব নাই, কঠিন হবে। যাওয়ার আগে যেভাবে কথা বলেছে এটা খুব ইতিবাচক এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ভালো করবে।’
দলের ওপর প্রত্যাশার চাপ কমানোর পরামর্শ দিয়ে সাবেক অধিনায়ক গতকাল বলেছেন, ‘আমার কাছে মনে হয় না, দলকে অপ্রয়োজনীয় চাপ দেয়া উচিত। আমরা সবাই জানি কঠিন কন্ডিশন। আমরা সবাই যদি ভালোভাবে সাপোর্ট দেই। ঐ চাপটা যদি ওদের ওপর বন্ধ করে দেই, আমি নিশ্চিত যে তারা ভালো খেলতে পারবে। হারজিত অবশ্যই আছে।’
নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসারদেরও পরীক্ষা দিতে হবে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘ওখানে পেসারদের জন্য কঠিন। পেস সহায়ক উইকেট ২০ বছর আগের কথা। এখন ফ্ল্যাট উইকেট। আমাদের এখানে ২৫০ রান হয়, ওখানে ব্যাটিং উইকেটে ৩৫০ রান, চেজও হয়ে যায়।’