আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নাটোরে ৭ দিনের লকডাউন শুরু

নাটোরে ৭ দিনের লকডাউন শুরু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  বুধবার (৯ জুন) সকাল ৬টা থেকে নাটোর জেলার নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভায় ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। অপরদিকে লকডাউনের প্রথম দিনে নাটোরে সংক্রমণের হার ৬২ ভাগ থেকে কমে ২৬ ভাগে এসেছে। এ ছাড়া নাটোরগামী দূরপাল্লার বাসগুলোর যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করছে হাইওয়ে পুলিশ। লকডাউনের প্রথম দিনেই দুটি পৌরসভায় কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। নাটোর শহরের প্রবেশের ৪টি পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। হাসপাতালগামী এবং সবজির ও মাছের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন নাটোর শহরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ ছাড়া বিপণিবিতানসহ মার্কেটগুলো বন্ধ রয়েছে। শহরজুড়ে চলছে পুলিশের টহল।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, এই ৭ দিন জনসাধরণকে বাসায় রাখতে পারলে সংক্রমণ কমে আসবে। অপরদিকে নাটোর সদর উপজেলায় সংক্রমণের হার বেশি হওয়ায় সদর উপজেলাগামী সকল দূরপাল্লার যানবহনের যাত্রীদের স্বাস্থ্যসামগ্রী বিতরণ করছে হাইওয়ে পুলিশ। বুধবার (৯ জুন) সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জোনের হাইওয়ে পুলিশ সুপার মুন্সী শাহবুদ্দিন। আগের দিন নাটোর জেলায় সংক্রমনের ৬২ ভাগ হলেও গত ২৪ ঘণ্টায় কমে ২৬ ভাগে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছেন ৪৪ জন।