আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় দৌলতদিয়া-পাটুরিয়া: পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

দৌলতদিয়া-পাটুরিয়া: পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় সিরিয়ালে আটকে আছে ছোট-বড় যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বাস ও ট্রাকচালকরা। সোমবার ভোর ৪টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা বেশি থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহনগুলো। পণ্যবাহী ট্রাকচালক জাহিদ হোসেন বলেন, ঘন কুয়াশার পরিমাণ বেশি থাকার কারণে রোববার রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে এসে ট্রাক নিয়ে আটকে আছি। কখন যে ফেরি চলবে সেটি বলা যাচ্ছে না। অটোচালক মোসলেম বলেন, গত রাত থেকে কুয়াশার মাত্রা বেশি ছিল। সোমবার সকালে এসে রাস্তায় যাত্রী না পেয়ে বসে আছি বলে জানান তিনি। এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুব হোসেন যুগান্তরকে বলেন, ভোর ৪টা থেকে প্রচণ্ড কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ১৫টি ফেরি এ নৌরুটে চলাচল করছে বলে জানান ওই কর্মকর্তা।