আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দুটি স্টেন্ট বসানো হলো সৌরভের হার্টে, সবশেষ অবস্থা জানালেন দেবী শেঠি

দুটি স্টেন্ট বসানো হলো সৌরভের হার্টে, সবশেষ অবস্থা জানালেন দেবী শেঠি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২১ , ১১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হার্টে দুই দুটি স্টেন্ট বসানো হয়েছে। প্রথমে একটির কথা জানানো হলেও পরে দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত দেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি।
বৃহস্পতিবার বিকালে এনজিওপ্লাস্টির পর সৌরভের হার্টে দুটি স্টেন্ট বসানো হয়। দেবী শেঠি ও মুম্বাইয়ের বিশেষজ্ঞ চিকিত্সক অশ্বিন মেহতার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। আগামী কয়েক ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে সৌরভকে। আপাতত হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকবেন তিনি। সেখানে সারা দিনই অক্সিজেন সাপোর্টে রাখা হবে তাকে। সৌরভের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বের হয়ে দেবী শেঠি জানান, ‘পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সৌরভের অবস্থা স্থিতিশীল রয়েছে। কোনো সমস্যা হয়নি। আগামী এক বছর কড়া ডোজের ওষুধ খেতে হবে সৌরভকে। পাশাপাশি জীবনযাপনও নিয়ন্ত্রণে রাখতে হবে।’ তবে সৌরভ কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সে সম্পর্কে দেবী শেঠি কিছু জানাননি। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সৌরভকে হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। পরে বিকাল সোয়া ৩টার দিকে তার এনজিওপ্লাস্টি শুরু হয়। শেষ হয় প্রায় বিকাল ৫টার দিকে। প্রথমে জানা গিয়েছিল, সৌরভের হার্টে একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু পরে দুটি স্টেন্টই বসানো হয়েছে।
গত বুধবার থেকে কলকাতার অ্যাপোলো গ্লেনিগ্রেস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতির চিকিৎসায় কোনো কমতি রাখছেন না হাসপাতালের চিকিৎসকরা।
প্রসঙ্গত গত ২ জানুয়ারি শরীরচর্চার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় একটি স্টেন বসানো হয়। পরে ডা. দেবী শেঠি ও অন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ৭ জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার পর থেকে মহারাজের শারীরিক পরিস্থিতি স্বাভাবিকই ছিল। কিন্তু বুধবার ফেরবুকে ব্যথা অনুভব করলে অ্যাপোলোতে ভর্তি করা হয় তাকে।