আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দায় মুক্তি পেলেন সৌদি যুবরাজ

দায় মুক্তি পেলেন সৌদি যুবরাজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২২ , ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে দায়ের করা মামলা থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায় মুক্তি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

সৌদি রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে খুন করা হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, সৌদি যুবরাজের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। পরবর্তীতে খাশোগির বাগদত্তা মোহাম্মদ বিন সালমানসহ বেশ কয়েক জন সৌদি কর্মকর্তাকে আসামি করে মামলা করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় দায় মুক্তি রয়েছে মোহাম্মদ বিন সালমানের।

যুবরাজ মোহাম্মদকে তার বাবা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ২০১৭ সালে ক্রাউন প্রিন্স মনোনীত করেছিলেন। ৩৭ বছর বয়সী যুবরাজকে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা বলেছেন ‘বিদেশি সরকারের প্রধান’ হিসাবে যুবরাজ ‘মার্কিন আদালতের এখতিয়ার থেকে দায়মুক্তি ভোগ করেন।’