আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// তৃতীয় দফায় আজ ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা

তৃতীয় দফায় আজ ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ , ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  তৃতীয় দফায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও প্রায় ৩ হাজার রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে তারা ভাসানচরের উদ্দেশে যাত্রা করবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যে উখিয়া কলেজ ও কক্সবাজার-টেকনাফ সড়কসংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছে। তাদের চট্টগ্রামে নেওয়ার জন্য অর্ধশতাধিক বাস ও মালবাহী গাড়িও প্রস্তুত আছে। পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তাদের ভাসানচরে পাঠানো হবে।

এর আগে দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে গেছে। গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১৬৪২ রোহিঙ্গাকে সেখানে নেওয়া হয়। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ভাসানচরে গেছে ১৮০৪ রোহিঙ্গা। স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা বর্তমানে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন। এ হিসাব ২০২০ সালের ৫ আগস্ট পর্যন্ত।

২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে ৭ লাখ ৪১ হাজার ৮৪১ জন রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার।