আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড তাজিকিস্তানের বিপক্ষে প্রতিশোধের ম্যাচ বাংলাদেশের!

তাজিকিস্তানের বিপক্ষে প্রতিশোধের ম্যাচ বাংলাদেশের!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৯:১২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


14কাগজ অনলাইন ডেস্ক: ঘরের মাঠ বলেই আশায় বুক বাঁধতে পারে বাংলাদেশ। গত বছর জুনে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করেছিলেন মামুনুলরা। বছর খানেক ব্যবধানে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের ফিরতি লেগে সেই প্রতিপক্ষের সঙ্গে একই ফল চান বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফ! ম্যাচটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায়।

অথচ তাজিকিস্তানের বিপক্ষে মামুনুলদের এই ম্যাচটি হওয়ার কথা প্রতিশোধের। জয় ভিন্ন কোনো পরিকল্পনাই হতে পারে না। কারণ দিন তিনেক আগে এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম লেগে দুশানবেতে তাজিকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়ে এসেছে বাংলাদেশ। হারের গণ্ডি থেকে অবশ্য বের হতে চাইছেন ডি ক্রুইফ, আবার চাইছেন না জয়টাও। তার মানে, শিষ্যরা ম্যাচটিতে ড্র করতে পারলেই খুশি হবেন বাংলাদেশ কোচ!

সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ডি ক্রুইফ। ফিরতি লেগে বাংলাদেশের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘ঘরের মাঠে ভালো ফলের আশায়ই খেলতে নামব আমরা। ম্যাচটি যদি ড্র-ও হয়, তাতেই আমি সন্তুষ্ট হব। জেতা সম্ভব হলে সেদিকেই আগাব। তাজিকিস্তান অনেক শক্তিশালী দল। তাদের কাছে হেরে গেলে সেই ফলই মেনে নিতে হবে আমাকে!’

অপরদিকে, নিজেদের সেরাটা ঢেলে দিয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামেবে তাজিকিস্তান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবার আর ড্র চান না দলটির কোচ খাকিম ফুজাইলোভ। বলেন, ‘আগের ম্যাচের ফল নিয়ে ভাবছি না। এই মাঠে সব শেষ ম্যাচে আমরা ড্র করেছিলাম। এবার নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’

প্রথম লেগের ব্যর্থতা স্বীকার করেন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। ফিরতি লেগে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চান না তিনি। বলেন, ‘ আগের ম্যাচে ৫-০ ব্যবধানে হেরেছি। আট মাস আগের ফলেরই পুনরাবৃত্তি হলো। তাই মনে হচ্ছে যে আমাদের কোনো উন্নতি হয়নি! উন্নয়নের জন্য আরো কাজ করতে হবে। দুশানবেতে সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ম্যাচ শেষে কোচও কিন্তু এমন কথাই বলেছিলেন। মোটকথা, প্রথম লেগে আমরা ব্যর্থ হয়েছিলাম। ফিরতে লেগে সেই ভুল করতে চাই না। খেলতে চাই সেরা ফুটবলটাই।’