আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ডিজিটাল নিরাপত্তা আইনে নোবেলের বিরুদ্ধে মামলা!

ডিজিটাল নিরাপত্তা আইনে নোবেলের বিরুদ্ধে মামলা!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২১ , ১:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : এবার সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ঢাকা জর্জ কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। ৩১ মে (সোমবার) ইথুন বাবু নিজেই বাদী হয়ে এই মামলা করেন, যার শুনানি হবে আগামী বৃহস্পতিবার।
আজ মঙ্গলবার সকালে ইথুন বাবু এনটিভি অনলাইনের কাছে এমন দাবি করেছেন। তিনি বলেন, ‘নোবেল আসলে শিল্পী না; যে এসব কাণ্ড ঘটাতে পারে, তাকে শিল্পী বলি কীভাবে। ওর বিরুদ্ধে মামলা করেছি আমি। অভিযোগ, ও আমার সম্মানহানি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আসলে, ওকে যারা প্রশ্রয় দিচ্ছে, তারাও এসব দায় এড়াতে পারে না।’
তবে ইথুন বাবুর আইনজীবী ফারুক আহাম্মদ গণমাধ্যমকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হবে।’ ঈদের আগে নিজের গান প্রকাশের পূর্বে খ্যাতিমান সংগীতশিল্পী জেমসসহ (ফারুক মাহফুজ আনাম) একাধিক সংগীত তারকাকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন নোবেল। সে সময় এক পোস্টে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। এই অভিযোগে ২৩ মে (রোববার) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে জিডি (সাধারণ ডায়েরি) করেছিলেন ইথুন বাবু। এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অপহরণের হুমকি দেন সমালোচিত গায়ক নোবেল। এই কাণ্ডে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করে। একাধিক বিতর্কে জড়ানোয় এরই মধ্যে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মঈনুল আহসান নোবেলের সঙ্গে হওয়া ২২ গানের চুক্তি বাতিল করেছে। এ ছাড়া নোবেল বাদ পড়েছেন একাধিক সিনেমার প্লেব্যাক থেকে