আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ডিএসইর পর্ষদকে ডেকেছে বিএসইসি

ডিএসইর পর্ষদকে ডেকেছে বিএসইসি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২০ , ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদকে ডেকে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএসইর পর্ষদের সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএসইসি ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে পুঁজিবাজার সংক্রান্ত নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। তবে এর মধ্যে প্রাধান্য পাবে ডিএসইর ওয়েবসাইট সংক্রান্ত সাম্প্রতিক সমস্যা নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এবং আইটি বিভাগের দক্ষতা সংক্রান্ত বিষয়। আজকের বৈঠকে ওই রিপোর্টটি প্রকাশ করা হবে এবং এর আলোকে করণীয় নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে।
অন্যদিকে ডিএসইর পক্ষ থেকে আজকের বৈঠকে সম্প্রতি তালিকাভুক্ত ওয়ালটনের লেনদেনের অস্বাভাবিকতা নিয়ে আলোচনা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একজন পরিচালক দিনের শেষেকে বলেন,ওয়ালটনের লেনদেনের ধারা ও শেয়ারের মূল্য মোটেও স্বাভাবিক নয়। আইপিওতে স্বল্প পরিমাণে শেয়ার ইস্যু করার কারণে এই শেয়ারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে, যার ফলে শেয়ারের মূল্য অস্বাভাবিক রকম বাড়ছে। তার দাবি, ওয়ালটনের শেয়ারের বাজার মূল্য কোনোভাবেই কোম্পানিটির আয় ও সম্পদ মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এটি বাজারে ভুল বার্তা পাঠাচ্ছে।