আজকের দিন তারিখ ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় জিয়ার খেতাব বাতিলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জিয়ার খেতাব বাতিলের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২১ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের খেতাব ‘বীর উত্তম’ বাতিলের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জিয়ার খেতাব বাতিল করা হয়নি। শুধু সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘১৯ শে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত বা সাজাপ্রাপ্ত খুনি তাদের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কমিটি তদন্ত করছে। তদন্ত করার পর জাতির সামনে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যদি জিয়াউর রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়, তারপর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’