আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ জম্মু-কাশ্মীরের দুই জেলায় চালু হচ্ছে ৪জি

জম্মু-কাশ্মীরের দুই জেলায় চালু হচ্ছে ৪জি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২০ , ২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক : জম্মু ও কাশ্মীরের দুই জেলায় আলাদাভাবে আগামী ১৫ অগাস্টের পর পরীক্ষামূলকভাবে ৪ জি ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি দেওয়া হচ্ছে। মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টকে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
বলা হয়েছে, বিশেষ কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সেইসঙ্গে দেশটির শীর্ষ আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে, সীমান্ত এলাকা বা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কোনও অঞ্চলে এই ইন্টারনেট পরিষেবা এখনই চালু করা হবে না।
দেশটির সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে, যেসব অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্রতা কম, সেগুলিতেই ৪ জি পরিষেবা ফের চালুর অনুমতি দেওয়া হচ্ছে। আগামী ২ মাস পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
কেন্দ্রের হয়ে সুপ্রিম কোর্টকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানান, আপাতত পরীক্ষামূলকভাবে জম্মু ও কাশ্মীরের কিছু কিছু এলাকায় হাই স্পিড ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবের এনডিটিভি।