আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// চারদিনে প্রায় ৪ লাখ মুভমেন্ট পাস দিয়েছে পুলিশ

চারদিনে প্রায় ৪ লাখ মুভমেন্ট পাস দিয়েছে পুলিশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২১ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : গত ৪ দিনে প্রায় ৪ লাখ মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে পুলিশ সদর দফতর থেকে। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মুভমেন্ট পাস কার্যক্রমের আজ ১৬ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার ৩৩৬ জনকে এ পাস দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল)  পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি সোহেল রানা   এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, শুরু থেকে এখন পর্যন্ত ১৬ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৮৮৮ হিট পড়েছে মুভমেন্ট পাস এর ওয়েবসাইটে। প্রতি মিনিটে হিট পড়েছে ৭ হাজার ৭৪৩টি। এখন পর্যন্ত ওয়েবসাইটে ৫ লাখ ৫৬ হাজার ৮৮৬ জন ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন।

এআইজি সোহেল রানা আরও বলেন, চলমান সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে এই মুভমেন্ট পাসের প্রয়োজন হচ্ছে। মুভমেন্ট পাস থাকলে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের তাদের জরুরি প্রয়োজনীয়তা বিষয়টি যুক্তিযুক্তভাবে উপস্থাপন করতে পারলে কোন ধরনের বাধা ছাড়াই তাদের যেতে দেয়া হচ্ছে। যারাই আবেদন করছেন তাদের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করেই তাদেরকে মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে। মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দেন তিনি। বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করলে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাবে। সেজন্য জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

গত ১৩ এপ্রিল মঙ্গলবার www.movementpass.police.gov.bd ওয়েবসাইট ও অ্যাপ এর উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।