আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// চাপ বাড়ছে হাসপাতালে

চাপ বাড়ছে হাসপাতালে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২২ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য প্রতিদিন রোগীর ভীড় বাড়ছে। জ্বর, ঠান্ডা ও কাশির উপসর্গ নিয়ে রোগীরা সকাল থেকে সিরিয়াল দিয়ে নমুনা পরীক্ষা করাচ্ছেন। নমুনা পরীক্ষা করতে আসা রোগীদের মধ্যে মধ্যবয়সী ও প্রবীণদের সংখ্যা বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে করোনার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১ জানুয়ারি দেশের সরকারি বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সেদিন শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ।

ওইদিন (১ জানুয়ারি) পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয় এক কোটি ১৫ লাখ ৬ হাজার ৭০২টি। এর মধ্যে ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনের করোনা শনাক্ত হয়। দেশে ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। গত ১ জানুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৮ হাজার ৭৬ জন। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ২১ জানুয়ারি (শুক্রবার) দেশে করোনা রোগী শনাক্ত হয় ১১ হাজার ৪৩৪ জন। এদিন ৮৫৭টি ল্যাবরেটরিতে ৪০ হাজার ৪২৩টি নমুনা সংগ্রহ ও ৪০ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। ২১ জানুয়ারি পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে এক কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫টিতে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ২১ জানুয়ারি পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১৯২ জন।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির ক্রমাবনতিশীল পরিস্থিতিতে সরকার আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। এসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।