আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চট্টগ্রামে হাজারের ওপরে শনাক্ত, হার ৩৩ শতাংশ

চট্টগ্রামে হাজারের ওপরে শনাক্ত, হার ৩৩ শতাংশ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২২ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন এক হাজার ১৭ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ নয় হাজার ৩৯৩ জনে। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৪৩ জন। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৩ দশমিক ০১ শতাংশ। শনাক্তদের মধ্যে ৮০৭ জন নগরের এবং ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২৯ জন, অ্যান্টিজেন টেস্টে ৯৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৬ জন, শেভরন হাসপাতাল ১১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯৭ জন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ৮১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।