আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য গ্রামীণফােনের ১৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা

গ্রামীণফােনের ১৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ২৫ টাকা ৫৬ পয়সা।
এর আগে কোম্পানিটি ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো। সব মিলিয়ে সদ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৭৫ শতাংশ ডিভিডেন্ড দিতে যাচ্ছে।
নতুন ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৯ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।