আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব গামছায় মুখ ঢেকে নরেন্দ্রমোদীর ভিডিও কনফারেন্স

গামছায় মুখ ঢেকে নরেন্দ্রমোদীর ভিডিও কনফারেন্স


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২০ , ৫:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : গামছার মতো লম্বা কাপড়ে মুখ ঢেকে শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর দুই আগে তিনি তার লোকসভা কেন্দ্র বারাণসীর বিজেপি নেতাদের বলেছিলেন, করোনা ঠেকাতে মাস্ক কিনে পয়সা খরচ করার দরকার নেই। উত্তরপ্রদেশের মানুষ যেমন গলায় ঝোলানো গামছা দিয়ে নাক-মুখ ঢাকতে অভ্যস্ত, তেমন গামছাই যথেষ্ট। বিরোধীরা তখন কটাক্ষ করেছিলেন, মোদি সরকার যথেষ্ট মাস্কের ব্যবস্থা করতে পারছে না। সেই ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী গামছায় মুখ ঢাকার কথা বলছেন। কিন্তু তিনি যে নিছক কথার কথা বলেননি, তা প্রমাণ করতে মোদি নিজেই গামছায় মুখ ঢেকে বৈঠকে বসেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন মাস্কে মুখ ঢেকে। কিন্তু মোদি গামছাতেই কাজ চালিয়ে নেন। বৃহস্পতিবার মোদি বারাণসীতে বিজেপির জেলা সভাপতি, মহানগর সভাপতি ও বিধায়কদের সঙ্গে আলাদা ভাবে ফোনে কথা বলেছিলেন। জেলা সভাপতি হংসরাজ বিশ্বকর্মাকে তখনই তিনি বলেন, মাস্কের জন্য আলাদা খরচের দরকার নেই। মাস্ক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের দরকার। উত্তরপ্রদেশের সবাই কাঁধে গামছা রাখেন। রাস্তায় বেরোতে হলে গামছা দিয়ে মুখ বেঁধে নিলেই চলবে।