আজকের দিন তারিখ ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য গভর্নরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গভর্নরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৬:৪৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


1কাগজ অনলাইন প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে এক ধরনের সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

বুধবার (০৮ জুন) কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর দেড়টার দিকে বাংলাদেশ ব্যাংকে আসেন বার্নিকাট। এরপর তিনি গভর্নরের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন।

এ সময় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংক ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে রিজার্ভ চুরির তদন্ত নিয়ে আলোচনা হয়েছে কি না- এ ব্যাপারে কিছু জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বাংলামেইলকে বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত এসেছেন জেনেছি। এর বেশি আর কিছু বলতে পারছি না।’

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্ত করছে। গত ফেব্রুয়রিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে ৮১ বিলিয়ন বেহাত হওয়ার রহস্য উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওই সময়ে এফবিআইয়ের সাহায্য চাওয়া হয়।