আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ খুলনায় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ

খুলনায় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২১ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


রূপসা (খুলনা) প্রতিনিধি : খুলনায় একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব ৬। বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব ৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর রিফাত জানান, গতকাল বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মুন কসমেটিক্স কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানার মালিক শেখ সালাউদ্দিন সেখানে অননুমোদিতভাবে পণ্য উৎপাদন করতো। কারখানার অনুমোদন থাকলেও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) থেকে চারটি পণ্যের লাইসেন্স নেওয়া হয়। কিন্তু সেখানে অবৈধভাবে আরও ২৭টি পণ্য উৎপাদন করা হতো। এসব পণ্য খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের গ্রামাঞ্চলে বিক্রি করা হতো। মানুষ না বুঝেই সেই পণ্য ব্যবহার করতো। এরকম অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেই সব ভেজাল কসমেটিক্স জব্দ করা হয়েছে। অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন বলেও জানান তিনি।
তিনি জানান, ২০১৫ সালেও এখানে একবার র‌্যাব অভিযান পরিচালনা করে। সেসময় নকল পণ্য তৈরির অভিযোগে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু কোম্পানিটির মালিক পুনরায় সেই একই কাজ শুরু করেছে।