আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি খালেদা জিয়ার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর

খালেদা জিয়ার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২১ , ২:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


‘দিনের শেষে ডেস্ক :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থের অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন কিনা। আর তার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা এখনো হয়নি। বুধবার (৫ মে) সকালে সময় সংবাদকে তিনি এ কথা জানান।

এর আগে, করোনায় আক্রান্ত খালেদা জিয়ার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত সোমবার (৩ মে) বিকেলে তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের সিসিইউতে। এরপর থেকেই তাকে উন্নত চিকিৎসা দিতে দেশের বাইরে নেওয়ার বিষয় নিয়ে নানা মহলে শুরু হয় গুঞ্জন। ওইদিন রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত করেন। ফোনালাপের পরপরই শুরু হয় গুঞ্জন। বিএনপি মহাসচিব অথবা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার আবেদন করা হয়েছে। অপেক্ষা সরকারের অনুমতির।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময় সংবাদকে জানান, করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার কোনো আবেদন করেনি। গত ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকরা জানান, গত ৭ দিনে করানো বেগম জিয়ার শারীরিক পরীক্ষার সব রিপোর্ট বোর্ডের হাতে এসেছে।

এদিকে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ জানান, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে অনেক আগে থেকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে।  এখন নতুন প্রেক্ষাপট আর সারা পৃথিবীজুড়ে করোনা মহামারির এই বাস্তবতায় বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে পড়েছে।