আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্রিকেটার, ধারাভাষ্যকার ডিন জোন্স মারা গেছেন

ক্রিকেটার, ধারাভাষ্যকার ডিন জোন্স মারা গেছেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২০ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স মারা গেছেন। ভারতের মুম্বাইয়ে হার্ট অ্যাটাকে শেষ হয়ে গেছে তার ‘জীবনের ইনিংস’। মাত্র ৫৯ বছর বয়সেই নিভে গেল তার জীবন প্রদীপ!
ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট (আইপিএলে) চলতি টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন ডিন জোন্স। মুম্বাইয়ে ২৪ সেপ্টেম্বর, বুধবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাতেই মুত্যুর কোলে ঢলে পড়েন।
আইপিএলের সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে- ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ডিন জোন্স মারা গেছেন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এই কঠিন সময়ে তার পরিবার পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’
স্টার ইন্ডিয়া জানিয়েছে, তার শেষকৃত্য এবং মরদেহ অস্ট্রেলিয়ায় পৌঁছানোর ব্যাপারে দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার প্রতিভাবান এই ক্রিকেটার জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট কোচিং এবং ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ডিন জোন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একসময় চট্টগ্রাম দলের কোচের দায়িত্বও পালন করেছিলেন।
অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান হিসেবে ডিন জোন্স যেমন সুনাম কুড়িয়েছিলেন ঠিক তেমনি ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবেও অলরাউন্ড পারফরম্যান্স ছিল তার।
অস্ট্রেলিয়ার এই মিডল-অর্ডার ব্যাটসম্যান মেলবোর্নে ১৯৬১ সালের ২৪ মার্চ জন্মেছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে তার টেস্ট অভিষেক হয়েছিল ১৯৮৪ সালে। ক্যারিয়ারে ৫২ টেস্টে তার রান ৩৬৩১। গড় ৪৬.৫৫। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১১টি। হাফ-সেঞ্চুরি আছে ১৪টি। সেরা স্কোর ২১৬ রান।
১৬৪টি ওয়ানডে ম্যাচে জোন্সের রান ৬০৬৮। গড় ৪৪.৬১। সেঞ্চুরির সংখ্যা ৭টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৪৬টি। প্রথম শ্রেণীর ক্রিকেটেও তার রেকর্ড দারুণ। ২৪৫টি ম্যাচে ১৯,১৮৮ রান। সেঞ্চুরি ৫৫টি।