আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ক্রিকেটারদের টিকা দেওয়ার কাজ শুরু ফেব্রুয়ারিতে

ক্রিকেটারদের টিকা দেওয়ার কাজ শুরু ফেব্রুয়ারিতে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২১ , ২:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেট পুনরায় শুরু করার লক্ষ্যে স্থানীয় ক্রিকেটারদের আগামী ফেব্রুয়ারিতে কোভিড-১৯ টিকা দেয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া আসরের উপর দেশের বিপুল সংখ্যক ক্রিকেটার সংসার নির্ভরশীল। তাই পুনরায় তাদের মাঠে ফেরাতে অগ্রাধিকার দিচ্ছে বিসিবি।
গতকাল বৃহস্পতিবার বিসিবির মুখপাত্র জালা ইউনুস জানান, ২ হাজার লোকাল ক্রিকেটার ও স্টাফদের ভ্যাকসিন দেয়া হবে। আশা করা যাচ্ছে আগামী এপ্রিলেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেট। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বাংলাদেশ সরকার নির্ধারিত সময়ের আগে টিকা আনতে পারলে খেলোয়াড়রা টিকা পেতে অগ্রাধিকার পাবেন। বেসরকারিভাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে টিকা আনা হবে। যারা ক্রিকেটে আছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন।