আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ক্যাসিয়াস-ডি গিয়াকে নিয়ে মধুর সমস্যায় স্পেন কোচ

ক্যাসিয়াস-ডি গিয়াকে নিয়ে মধুর সমস্যায় স্পেন কোচ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ২:২৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Casillaঅনলাইন স্পোর্টস ডেস্ক: ইউরোয় নিজেদের উদ্বোধনী ম্যাচ সামনে রেখে মধুর সমস্যাতেই পড়েছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। গোলবারের নিচে ইকার ক্যাসিয়াস ও ডেভিড ডি গিয়ার মধ্যে কাকে রাখবেন তা নিয়েই যত বিপত্তি। বয়সটা হয়তো ক্যাসিয়াসের পক্ষে নেই! তবে নিয়মিত অধিনায়ক হিসেবে ৩৫ বছর বয়সী এ অভিজ্ঞ গোলরক্ষকের একাদশে থাকার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের সেরা ফর্মে ২৫ বছর বয়সী ডি গিয়া। ক্যাসিয়াসের অভাব পূরণে যাকে দলে ভেড়াতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু, জাতীয় দলে বিকল্প গোলরক্ষক ভূমিকায় বেশিরভাগ ম্যাচেই তাকে সাইডবেঞ্চেই কাটাতে হচ্ছে। ২০১৪ সালে স্পেন দলে অভিষেকের পর এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র ৮টি। বলা যায়, ক্যাসিয়াসের ছায়ায় দলে সুযোগ মিলছে না।

তবুও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে স্পেন টিমে ক্যাসিয়াস ও ডি গিয়ার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হবে না তা বলার উপায় নেই। ‘ডি’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লড়তে হবে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

এদিকে, ইউরো মিশনে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে জর্জিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন পেদ্রো-ইনিয়েস্তারা। খেলা শুরু হবে মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। এ ম্যাচে ডি গিয়ার খেলার ব্যাপারে আভাস দিয়েছেন দেল বস্ক।

ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে স্পেন কোচ বলেন, ‘সম্ভবত ডি গিয়া জর্জিয়ার বিপক্ষে খেলবে। ক্যাসিয়াস দক্ষিণ কোরিয়ার বিপক্ষে (১ জুন) খেলেছিল। ইউরোর প্রথম ম্যাচে দু’জনের কাকে শুরুর একাদশে রাখবো সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। পরবর্তী সময়ে তা চূড়ান্ত করবো।’

আগামী সোমাবর (১৩ জুন) চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপা মিশনে নামবে স্পেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ম্যাচটি মাঠে গড়াবে।