আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র করোনাভাইরাস বিদায় নেবে ভ্যাকসিন ছাড়াই : ট্রাম্প

করোনাভাইরাস বিদায় নেবে ভ্যাকসিন ছাড়াই : ট্রাম্প


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২০ , ৭:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস নিয়ে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনো ভ্যাকসিন ছাড়াই নভেল করোনাভাইরাস বিদায় নেবে। চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন মন্তব্য করেছেন বলে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেন,  ‘এ ভাইরাস চলে যাওয়ার জন্য আমাদের একটা ভ্যাকসিনও লাগবে না। আমি শুধু চিকিৎসকদের কথার ওপর নির্ভর করি।’ করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে হোয়াইট হাউসে আলাপকালে স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভ্যাকসিন নিয়ে আমার অনুভূতি হলো : এটা (করোনাভাইরাস) কোনো ভ্যাকসিন ছাড়াই চলে যাবে। একটা সময় পর, এটা চলে যাবে এবং আশা করি, আমরা একে আর কখনো দেখব না।’ বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৩ লাখ ২২ হাজার ১৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে দুই লাখ ২৩ ৭৪৯ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৮ হাজার ৬১৬ জন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।