আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২২ , ৪:১৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ। এমন অবস্থায় জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দরকষাকষি ও বাস্তবায়ন’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে সবচেয়ে বড় সংকট অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে। যেখানে প্রতিবছর অন্তত ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজনীয়তার বিপরীতে ১৫৬ বিলিয়ন ডলারের সহযোগিতা পায় বাংলাদেশ। অর্থাৎ ৯৬ দশমিক ৫ শতাংশ বাজেট ঘাটতি থেকে যায়।