আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে চলছে ৪১ ইউনিয়নে ভোটগ্রহণ

উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে চলছে ৪১ ইউনিয়নে ভোটগ্রহণ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Nagoanচট্টগ্রাম: উদ্বেগ-উৎকন্ঠা থাকলেও চট্টগ্রামে শনিবার (০৪ জুন) শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরুত্তাপভাবে চলছে। চট্টগ্রামের ৫ উপজেলায় ৪১টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোটগ্রহণ শুরুর পর থেকে এ পর্যন্ত কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আউয়াল বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়েও জোরদার আছে।

তিনি জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে ৫ জন সদস্যসহ আনসার মিলে ১৫ থেকে ১৮ জন মোতায়েন আছে। কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে ৪ জন পুলিশ পুলিশ সদস্য এবং আনসার মিলে ১৫ থেকে ১৬ জন মোতায়েন আছে। এছাড়াও আছে র‌্যাব-বিজিবি। প্রতি তিনটি কেন্দ্র নিয়ে আছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম। স্ট্রাইকিং ফোর্স টহলে আছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে, পটিয়া উপজেলায় ১ ইউনিয়নে, সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নে, লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়নে এবং মিরসরাই উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

একইদিনে বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নেও ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করায় সেখানে নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করেছে। স্থানীয় এমপির বিরুদ্ধে শুক্রবার মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।

এছাড়া সীমানা জটিলতার কারণে আদালতের নির্দেশে আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নেও ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

গত ২৮ মে পঞ্চম ধাপে চট্টগ্রামের ৪৭ ইউনিয়নের নির্বাচনে ব্যাপক সংঘাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল। সংঘর্ষে পটিয়া উপজেলায় দুজন নিহত হয়েছিল।