আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ

ঈদে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২৩ , ৩:৫৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানায় সংস্থাটি। ভোক্তা অধিকারের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, রমজান এলেই ঈদকে কেন্দ্র করে পোশাকের দাম বাড়িয়ে দেয়া হয়। পাশাপাশি স্টিকার ব্যবহার করে পণ্যের দাম নিয়ে জালিয়াতি করে প্রতিষ্ঠানগুলো। এধরনের প্রতারণা করলে ভোক্তা আইনে মামলা করা হবে। এছড়া এবছর ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি। দেশে কসমেটিকসের বাজারে মান ও দামে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাজারের চলমান অবস্থা নিয়ন্ত্রণে আজকে থেকে কসমেটিকসের দোকানগুলোতে অভিযান শুরু করা হবে। পাশাপাশি অভিযান চলবে শপিংমলগুলোতেও। এছাড়া বেনারসি পল্লী ও বেইলি রোডে বিশেষ অভিযান চালানো হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় ব্রয়লারের বাজারে বর্তমানে অস্বস্তি-অস্থিরতা নেই বলেও জানায় সংস্থাটি।