আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ইসলামী ব্যাংক-বিআরইবি চুক্তি

ইসলামী ব্যাংক-বিআরইবি চুক্তি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৩ , ৩:৫০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের বিদ্যুৎ বিল অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ৬ মার্চ ২০২৩, বিআরইবির বোর্ড রুমে সদস্য (অর্থ) দীপঙ্কর বিশ্বাস (যুগ্ম সচিব) এর উপস্থিতিতে ইসলামী ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও বিআরইবি-র অর্থ ও হিসাব নিয়ন্ত্রক মো. হোসেন পাটোয়ারী সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম মাহবুব মোর্শেদ এবং বিআরইবির আর্থিক মনিটরিং পরিদপ্তরের পরিচালক মো. মাসুদ পারভেজ ও বাপবিবোর্ড সচিব মো. আব্দুল হাইসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এপিআই ব্যবহার করে সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের বিদ্যুৎ বিল অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, কার্ড, পেমেন্ট গেটওয়ে, এমক্যাশ, ওয়ালেটস ও সেলফিনসহ সব ডিজিটাল মাধ্যমে বিল প্রদান করতে পারবেন।