আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আমার মোবাইলটাও এনালগ : রাষ্ট্রপতি

আমার মোবাইলটাও এনালগ : রাষ্ট্রপতি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৭:০১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


hamidকাগজ অনলাইন প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্যবহার করেন এনালগ ফোন (ফিচার ফোন)। তিনি এখনো স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে না পারায় তিনি সেটা ব্যবহার করতে পারেন না।

তিনি বলেন, ‘ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো আমি বুঝতেই পারি না। এগুলো এখনো আমার কাছে ‘আন নোয়িং’ (অপরিচিত)।’

এরপর প্যান্টের পকেট থেকে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বের করে তিনি বলেন, ‘আমার মোবাইলটাও এনালগ। স্মার্টফোন না। স্মার্ট ফোন একটা টিপলে আর একটা আহে (আসে)।’

বৃহস্পতিবার সংসদে বাজেট অধিবেশন চলাকালীন বিকেল ৪ টা ২০ মিনিটে জাতীয় সংসদের ষষ্ঠ তলায় সাংবাদিক লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বন্ধুত্ব বরাবরই উষ্ণ। যখন তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন, তখন এই বন্ধুত্ব আরো গাঢ় হয়। এখনো সময় পেলে প্রটোকলের গন্ডি পেরিয়ে দেখা করেন সাংবাদিকদের সঙ্গে। আজও তার ব্যতিক্রম হয়নি। বাজেট উপস্থাপন দেখতে রাষ্ট্রপতি আজ সংসদে এসেছিলেন।

এক ফাঁকে সাংবাদিক লাউঞ্জে এসে কিছুটা সময় কাটান তিনি। তিনি সাংবাদিকদের খোঁজখবর নেন। জানতে চান ব্যক্তিগত কুশলাদি। এরপর ৪টা ৪০ মিনিটে বেরিয়ে যান সেখান থেকে।

সাংবাদিকদের সঙ্গে কথাচ্ছলে রাষ্ট্রপতি বলেন, ‘ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আমি বুঝি না। আমি টেহাও (টাকা) জমা দেই চেকের মাধ্যমে।’ এ সময় একজন সাংবাদিক বলেন, ‘স্যার সরকার তো ডিজিটাল।’ এ কথা বলার পর রাষ্ট্রপতি বলেন, ‘আমি তো বাবা ডিজিটাল না, এনালগ।’

এ সময় একজন সাংবাদিক তার জীবনী লেখার কথা জানতে চাইলে বলেন, ‘আমার আগে জিল্লুর সাহেব শেষ করতে পারেন নাই, মারা গেছেন। আমি শুরু করেছি, মরার আগে করতে পারব কিনা…।’

উপস্থিত সাংবাদিকরা রাষ্ট্রপতির কাছে তার স্বাস্থ্যের খোজ-খবর ও কুশলাদি জানতে চান। রাষ্ট্রপতি তখন হেঁসে বলেন, ‘আমি যখন এখান থেকে (স্পিকারের পদ থেকে) যাই, তখন ছিলাম ৬৮ কেজি, এখন ৬৯ কেজি। এই এক কেজি বাড়ছে, খোয়াড়ের (নিরাপত্তা বলয়ে থাকা) মধ্যে থাকি তো। খোয়াড়ের মধ্যে থাকলে ওজন বাড়ে।’

রাষ্ট্রপতি পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোঁজখবর নেন। সাংবাদিক লাউঞ্জে সব সুযোগ সুবিধা আছে কি না, জানতে চান।