আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য আট কোম্পানিরঅস্বাভাবিক দর, ডিএসইর শোকজ

আট কোম্পানিরঅস্বাভাবিক দর, ডিএসইর শোকজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২১ , ১১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ​পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ায় শোকজ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স, তুংহাই নিটিং, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, বিডি ফিন্যান্স, তাল্লু স্পিনিং, তমিজউদ্দিন টেক্সটাইল ও পেপার প্রোসেসিং লিমিটেড।
সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণে ১৪ জুলাই ডিএসই কোম্পানিগুলোর দর বাড়ার কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ পাঠায়। ডিএসইর শোকজ নোটিশের জবাবে কোম্পানিগুলো জানিয়েছে, দর বৃদ্ধির কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে গত ২৭ জুন তুংহাই নিটিংয়ের শেয়ার দর ছিল ৪ টাকা ৩০ পয়সায়। আর ১৪ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৭৪ শতাংশ বেড়েছে।
ফাস ফাইন্যান্সের শেয়ার দর গত ২৭ জুন ছিল ৫ টাকা ৫০ পয়সায়। ১৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৮ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৪৯ শতাংশ বেড়েছে।
আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর গত ৬ জুলাই ছিল ২০১ টাকা ২০ পয়সায়। ১৪ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৭১ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭০ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে।
বিআইএফসির শেয়ার দর গত ২৮ জুন ছিল ৪ টাকা ৬০ পয়সায়। ১৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৭ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২ টকা ৮০ পয়সা বা ৬১ শতাংশ বেড়েছে।
বিডি ফাইন্যান্সের শেয়ার দর গত ২৭ জুন ছিল ৪৭ টাকা ৬০ পয়সায়। ১৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৫৩ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ১২ শতাংশ বেড়েছে।
তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর গত ২৭ জুন ছিল ৫ টাকা ৭০ পয়সায়। ১৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৮ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৫১ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর গত ১৬ জুন ছিল ১৭ টকা ৪০ পয়সায়। ১৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ২০ পয়সায়। অর্থাৎ ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬৮ টাকা ৮০ পয়সা বা ৩৯৫ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিংয়ের শেয়ার দর গত ১৬ জুন ছিল ২৩ টাকা ৩০ পয়সায়। ১৪ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১১৫ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯২ টাকা ৫০ পয়সা বা ৩৯৭ শতাংশ বেড়েছে