আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে : কাদের

আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে : কাদের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৩ , ৫:২৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : বিএনপির শাসনামলে সোয়া কোটি ভুয়া ভোটার তৈরির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটে জিততে যারা এসব করে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আজকে যারার কথায় কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন তাদের সময়ে গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। যারা ভোটে জেতার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার তৈরি করে। আজিজ মার্কা নির্বাচন …মনে আছে? তারা গণতন্ত্রের কথা বলেন। নিউমার্কেটে গোলমাল তাতেই যেন বাংলাদেশে আকাশ ভেঙে পড়েছে। নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড প্রতিদিন ছিল রণক্ষেত্রে। ভুলে গেছেন ফখরুল সাহেব? ঢাকা কলেজের কথা ভাবুন। ভুলে গেছেন। সরকার তো এখানে হস্তক্ষেপ করেছে। স্থায়ী রণক্ষেত্র হয়নি। আগামী নির্বাচনে বিএনপি কি অর্জন নিয়ে জনগণের সামনে ভোট চাইতে যাবে- সেই প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামনে নির্বাচন আপনাদের অর্জন কী? জনগণের কাছে কী নিয়ে যাবেন? বিদ্যুতের কী খারাপ অবস্থা ছিলো। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং। সেই দেশের এখন শতভাগ বিদ্যুৎ। নিজের অর্থে পদ্মা সেতু…দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল…ঢাকায় মেট্রোরেল বিএনপি কখনো ভাবতে পেরেছে? এত এত চার লেনের রাস্তা হয়েছে। আজকে বাংলাদেশ উন্নয়ন অর্জনের মাধ্যমে উন্নয়নশীল দেশ হয়েছে। তিনি বলেন, দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে তখন একটি কুচক্র মহল দেশ-বিদেশে ষড়যন্ত্রে মেতে উঠেছে। বড় বড় কথা বলেন। ষড়যন্ত্র করছেন, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপপ্রচারের পথ তারা বেছে নিয়েছে। এমনকি, তারা বঙ্গবন্ধু পরিবারের সুনাম নষ্টের জন্য উঠেপড়ে লেগেছে। বিশ্বের প্রথম সারির দু’তিন জন প্রধানমন্ত্রীর মধ্যে সেরা সৎ প্রধানমন্ত্রী হিসেবে যিনি সারা পৃথিবীতে সুপরিচিত। সততার জন্যই দেশের মানুষ তাকে ভালোবাসে এবং জনগণের ম্যান্ডেড নিয়ে তিনি ক্ষমতায় আছেন। এতো ষড়যন্ত্র, এত বাধা-প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনা ভারসাম্যমূলক পলিসি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অগ্রগতি ও সমৃদ্ধির চেহারা তাক লাগিয়ে দিয়েছে, এটা বিশ্বব্যাংক আইএমএফের মতো প্রতিষ্ঠানগুলোও বলছে। শেখ হাসিনা আছেন বলেই অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে আমরা ভালো আছি। ১৩ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কোথায় নিয়ে এসেছেন। ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে সততা ও স্বচ্ছতার অনুপম উদাহরণ বঙ্গবন্ধু পরিবার। সরকারপ্রধান হয়েও শেখ হাসিনা সাধারণ জীবনযাপন করেন, যা তাকে অসাধারণ করেছে। তিনি যদি দেশের কোথাও নির্বাচন করে দেশের জনগণের ৯০ শতাংশ ভোট তিনি পাবেন এটা আমার বিশ্বাস। শেখ রেহানা লন্ডনে বাসে চড়ে যাতায়াত করেন। ভোগ-বিলাসে তারা বিশ্বাসী নয়। তাদের সন্তানরাও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের জীবনযাপনের মধ্যেই আছে অন্যদের জন্য শিক্ষা। তিনি বলেন, জিয়াউর রহমানও তন্ন তন্ন করে খুঁজে কিছু পায়নি। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু পরিবারের সততা সম্পর্কে জানে। দুর্নীতি বের করার জন্য তারা পাগল হয়ে গেছে। কিন্তু কিছু খুঁজে পায়নি। আমি চ্যালেঞ্জ করছি বঙ্গবন্ধু পরিবারের নামে, যাদের নামে অপপ্রচার হচ্ছে তারা কেউই ব্যবসা-বাণিজ্য করে না। তারা চাকরি করে জীবনযাপন করে। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু পরিবারের নাম করে নাকি বিভিন্ন দপ্তরে আর্থিক সুবিধা চাওয়া হচ্ছে। এটা সর্বতই মিথ্যা, কোনও প্রমাণ নেই।