আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি শ্রীলঙ্কার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি শ্রীলঙ্কার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২২ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা সুযোগ পেয়েছিলেন, কিন্তু পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতাটা ৩০ বছর ধরে অধরা শ্রীলঙ্কার কাছে। তবে আজ কলম্বোয় চতুর্থ ওয়ানডেতে হাতছানি দিচ্ছে আরও একটি সুযোগ। জিতলেই অজিদের বিপক্ষে সিরিজ জয়ের লম্বা আক্ষেপটা ঘুচিয়ে ফেলবে লঙ্কানরা। অধিনায়ক দাসুন শানাকাও আছেন সেই আশায়।
পরশু সফরকারীদের ৬ উইকেটে হারিয়ে সিরিজের ব্যবধানটা ২-১ করার পর শানাকা বলেন, ‘১৯৯২ সালে শেষবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম আমরা। তারা বিশ্বের অন্যতম সেরা দল এবং আশা করি আমরা পরের পদক্ষেপটা নিতে পারব। আমার মনে হয়, আমাদের কম্বিনেশনটা ভালো।’
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে মাঝারি মানের টার্গেট ডিফেন্ড করে শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে পাথুম নিসাঙ্কার অসাধারণ সেঞ্চুরিতে সহজেই পাড়ি দেয় অজিদের করা ২৯১ রান। ১৪৭ বলে ১১ চার ও ২টি ছয়ে ১৩৭ রান করেন নিসাঙ্কা। অজিদের বিপক্ষে যেকোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ রান এটি। তাছাড়া আহত হয়ে অবসর নেওয়ার আগে ৮৭ রান করেন কুশল মেন্ডিস।