আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অলআউট উইন্ডিজ, বাংলাদেশের টার্গেট ২৩১

অলআউট উইন্ডিজ, বাংলাদেশের টার্গেট ২৩১


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২১ , ১:৫৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :    টাইগার বোলিং দৃঢ়তায় ১১৭ রানেই অলআউট স্বাগতিক উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়দের পক্ষে সর্বোচ্চ রান বোনারের, ৩৮। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন তাইজুল, নাঈমের দখলে ৩উইকেট, রাহি পেয়েছেন ২টি ও মিরাজ ১টি। দ্বিতীয় টেস্টে জেতার জন্য বাংলাদেশকে ২৩১ রানের টার্গেট দিয়েছে উইন্ডিজ। সিরিজ বাঁচাতে মিরপুর টেস্ট রেকর্ড গড়েই জিততে হবে টাইগারদের।

মিরপুর মাঠে এর আগে চতুর্থ ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ রান টপকে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ২০১০ সালে টাইগারদের দেওয়া ২০৯ রান তাড়া করে জিতেছিল সফরকারীরা। এবার বাংলাদেশকে ২৩১ রানের লক্ষ্য দিয়েছে উইন্ডিজ। এই রান তাড়া করে জয় তুলে নিয়ে সিরিজ বাঁচাতে গেলে রীতিমতো রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।

আগের ১১৩ রানের লিডের সঙ্গে ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে চতুর্থ দিনের প্রথম সেশন শেষ করে উইন্ডিজ। তবে দ্বিতীয় সেশনে ফিরে তাদের একেবারেই সুবিধা করতে দেননি টাইগার স্পিনাররা। মাত্র ২৯ বলে পরের ৪ উইকেট তুলে নিয়েছেন তাইজুল, নাঈমরা। ফলে ১১৭ রানে অল আউট হয়ে যায় উইন্ডিজ। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩১ রানের।