আজকের দিন তারিখ ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২৮ ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

২৮ ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২১ , ১:২৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


সিলেট প্রতিনিধি : তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতিতে বন্ধ হওয়ার ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার ভোর ৪টায় লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ের গুতিগাঁও এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাতেই দুর্ঘটনাকবলিত তেলের বগি উদ্ধারে রাতে কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
অন্যদিকে এই দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো. খাইরুল ইসলামকে প্রধান করে গঠন করা এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।