আজকের দিন তারিখ ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২০২২ সালের জুনের মধ্যেই চালু হবে পদ্মা সেতু

২০২২ সালের জুনের মধ্যেই চালু হবে পদ্মা সেতু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২১ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  পদ্মা সেতুর নির্মাণকাজে যে ধারাবাহিকতা আছে এর ফলে আগামী বছর জুনের মধ্যেই সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চলছে এবং এতে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, জণগণ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে তাদের সব অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

বিআরটিসি’র লোকসান কমাতে হবে

ওবায়দুল কাদের বিআরটিসি’র লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে নির্দেশ দেন। এ প্রতিষ্ঠানটিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।