আজকের দিন তারিখ ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সম্পাদকীয় ২০২১-২২ অর্থবছরের বাজেট : রাজস্ব আয়ের বাস্তবতা ও করণীয়

২০২১-২২ অর্থবছরের বাজেট : রাজস্ব আয়ের বাস্তবতা ও করণীয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২২ , ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: সম্পাদকীয়


২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে চলছে চিন্তাভাবনা। বাজেটের খরচের প্রায় ৬৫ শতাংশ সংস্থান ধরা হয় জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ ও পরোক্ষ কর বাবদ অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ থেকে। সেজন্য বাজেট প্রণয়নের সময় অর্থ বিভাগ রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এনবিআরের সঙ্গে আলোচনা ছাড়াই প্রতি বছর একটা বড় লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়। যা অর্জন কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি ২০২১-২২ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আগামী ২ মাসে এনবিআরকে আদায় করতে হবে ১ লাখ ৫ হাজার কোটি টাকা। যা অসম্ভব বলে মনে করছেন খোদ এনবিআর কর্মকর্তারাই। কয়েক মাস ধরে আমদানি-রপ্তানি বেড়েছে, স্থানীয় উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলেও গতি আসে। ফলে রাজস্ব আদায়ও বেড়েছিল। অর্থনীতিবিদরা বলছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে নতুন করে বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়ায় রাজস্ব ঘাটতির আশঙ্কা রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়, যা ভোক্তা পর্যায়ে অসহনীয় হয়ে ওঠে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে এক আদেশ জারি করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এছাড়া মহামারিকালে মানুষের আয়-উপার্জন কম। ব্যবসা-বাণিজ্য কমে গেছে। আমদানিও কম। তাহলে ট্যাক্স আসবে কোত্থেকে? দোকানপাটে বিক্রি নেই, ফলে ভ্যাট আদায়ও কম। এসব পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশের অর্থনীতির আকার-আয়তন, বাণিজ্যসহ অন্যান্য তথ্য-উপাত্ত আমলে নিলে নির্দিষ্ট রাজস্ব আহরণ কঠিন কিছু নয়। পরিকল্পিত উদ্যোগ নিলে এটা সম্ভব। সরকারের লক্ষ্য ছিল ভ্যাট আইন বাস্তবায়ন হলে আয় বাড়বে। কিন্তু ভ্যাট আইন বাস্তবায়ন হলেও লক্ষ্যমাত্রার উন্নতি নেই। এতে ভ্যাট আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল তা আদায় কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এনবিআরের জন্য। এমনি পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড করের আওতা বাড়ানোসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এসব পরিকল্পনা খুবই শ্লথ গতির। বিনিয়োগ বাড়াতে পারলেই কেবল পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। রাজস্ব আয় বাড়ানো এর শর্ত। এ ক্ষেত্রে সর্বাগ্রে দরকার করবান্ধব পরিবেশ সৃষ্টি। সেখানে রাজস্ব প্রদানে সেবা নিশ্চিত, অনুক‚ল রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-কানুন সময়োপযোগী করা গুরুত্ব পাবে। পরিকল্পনাজনিত সমস্যা তো রয়েছেই, সঙ্গে রয়েছে প্রাতিষ্ঠানিক নানা জটিলতা। আছে দুর্নীতির অভিযোগও। এসব বিষয়ে সরকারকে আরো জোরালো ভ‚মিকা নিতে হবে।