আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হাটহাজারীতে দাঁতের চেকআপ করাতে গিয়ে কলেজছাত্রী শ্লীলতাহানির শিকার

হাটহাজারীতে দাঁতের চেকআপ করাতে গিয়ে কলেজছাত্রী শ্লীলতাহানির শিকার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২১ , ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিধান কান্তি দে নামে এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে হাটহাজারী থানার অদূরে ‘বি ডেন্টাল কেয়ার’ নামে একটি চেম্বারে ওই চিকিৎসক দাঁতের চেকআপের সময় শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেছেন ভিকটিম। অভিযুক্ত দন্ত চিকিৎসক হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের বসিন্দা বলে জানা গেছে। ওই ছাত্রীর অভিযোগ, দাঁতের সমস্যা নিয়ে সোমবার দুপুরে দন্ত চিকিৎসক বিধান কান্তি দে’র চেম্বারে যান। এ সময় তার দাঁতের চেকআপের এক পর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন দন্ত চিকিৎসক বিধান। তাকে বাধা দিয়েও নিস্তার পাননি তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দন্ত চিকিৎসক বিধান কান্তি দে বলেন, শ্লীলতাহানির মতো কোনো ঘটনা ঘটেনি। আমার চেম্বারে সব সময় রোগী বেশি থাকে। আমাকে হেয় করতে এ রকমের একটি ঘটনা ঘটিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, আমি বিষয়টা অবগত হয়েছি। শ্লীলতাহানির বিষয়টা ভিকটিমের (ছাত্রী) ওপর নির্ভর করছে। অভিযোগ পেলে বিষয়ে তদন্তপূর্বক ওই দন্ত চিকিৎসকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।