আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচক-লেনদেনে বিপরীত চিত্র

সূচক-লেনদেনে বিপরীত চিত্র


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৩:৫৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


DSE-CSEকাগজ অনলাইন প্রতিবেদক: দেশের দুই শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেন।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ জুন) দিনভর সূচকের ওঠানামা শেষে ঢাকার বাজারে সূচক বেড়েছে ৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ২৪ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭১ কোটি ৪৭ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ২৪ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৬ লাখ টাকা।

লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।