আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট না বেড়ে অবস্থান করে ১৫৭৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ২৬৪১ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১০টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৪টির। অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৮ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।