আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শিবচর বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড়

শিবচর বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২১ , ১:১৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম নৌপথ শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে রোববার সকাল থেকে চলছে ১৪ টি ফেরি। এর আগে সীমিত পরিসরে ৭/৮ টি ফেরি চলাচল করলেও পণ্যবাহী পরিবহন পারাপারে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। এদিকে ফেরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নৌরুটে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি কিছুটা কমেছে বলে ফেরিঘাট সূত্র জানিয়েছে।
সরেজমিনে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকলেও মোটামুটি সংখ্যক যাত্রীদের যাতায়াত রয়েছে বাংলাবাজার ঘাটে। ঢাকাগামী যাত্রীদের পাশাপাশি ঘরমুখো যাত্রীদের ভিড়ও রয়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পার হচ্ছে। রোরোসহ ফেরির সংখ্যা বাড়ানোয় যাত্রীদের ভোগান্তি কিছুটা কমেছে। যাত্রীদের জটলা নেই ঘাট এলাকায়।
ফেরি এসে ভিড়তেই নির্বিঘ্নে যাত্রীরা ফেরিতে উঠছে। তবে দক্ষিনাঞ্চলমুখী যাত্রীদের বাংলাবাজার ঘাটে এসে দুর্ভোগে পড়তে হয়। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলার, মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে নৌরুটে ৪টি রোরো মোট ১৪টি ফেরি চলছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক রয়েছে। তবে ছোট গাড়ির সংখ্যা কম রয়েছে। ঘাট এলাকায় কোনো ভোগান্তি নেই।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, ঘাটে তেমন চাপ নেই। মোট ১৪টি ফেরি চলছে। যাত্রীদের চাপ থাকলেও ফেরি বেশি থাকায় যাত্রীদের ভোগান্তি নেই।’