আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল শাড়ির ঢঙে ফিউশন

শাড়ির ঢঙে ফিউশন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৩:১৭ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে প্রতিবেদক : বেশিরভাগ বাঙালি নারীর কাছে প্রিয় পোশাক মানেই শাড়ি। তবে যতই প্রিয় হোক না কেন, কিছুদিন আগ পর্যন্তও বাঙালি তরুণীদের অভিযোগ ছিল শাড়ি গায়ে জড়ানোর ঝক্কি নিয়ে; একদিক দিয়ে কুচি ঠিকঠাক করে পরার ঝামেলা, অন্যদিকে শাড়ি সামলানো। আদি আমল থেকে আমরা দুইভাবেই শাড়ি পরার চল দেখে আসছি, এক প্যাঁচে অথবা কুচি দিয়ে বাম কাঁধে আঁচল ফেলে। তবে সম্প্রতি ফ্যাশন বদলের সঙ্গে বাঙালি নারীর সেই চিরাচরিত শাড়ি গায়ে জড়ানোর বা ড্রেপিংয়ের স্টাইলে এসেছে ভিন্নতা। এখন শাড়ি পরা হচ্ছে বেল্ট দিয়ে, প্যান্ট দিয়ে, ব্লাউজের বদলে টিশার্ট বা টপ দিয়ে, গাউনের মতো করে ড্রেস হিসেবে, পায়ে স্নিকারসের সাথে বা উপরে কটি চাপিয়েও। শাড়িতে ফিউশন এনেছে রঙিন পকেট।