আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান

রিভিউ না নেওয়ার কারণ জানালেন সাদমান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২১ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথমদিন বাংলাদেশের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। ১৫৪ বলে ৫৯ রান করেছেন।
যদিও ইনিংস আরও লম্বা করতে পারতেন তিনি। হয়তবা সেঞ্চুরির দেখা পেতেন। কিন্তু অভিষিক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের ভুল সিদ্ধান্তের বলি না হলেন এ ওপেনার।জোমেল ওয়ারিকানের ঘূর্ণি বল তার পায়ে আঘাত করলে এলবিডাব্লিউ আউটের সংকেত দেন আম্পায়ার। কিন্তু রিপ্লেতে দেখা গেছে, বল অনেক বাঁক খেয়ে স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ রিভিউ নিলেই বেঁচে যেতেন সাদমান। কিন্তু অপর প্রান্তের সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহীমের পরামর্শ মেনে আর রিভিউ নেননি তিনি। প্রথম দিন শেষে টাইগার সমর্থকদের প্রশ্ন একটাই – কেন রিভিউ নিলেন না সাদমান? জানা গেছে ড্রেসিং রুমে ফিরে নিজের আউটের রিপ্লে দেখে আফসোস করেছেন সাদমান। বলেছেন, ‘হতাশ হয়েছি। তবে এটা খেলারই অংশ। মেনে নিতে হবে।’ কেন রিভিউ নেননি সে কথাও জানালেন সাদমান। বুধবার প্রথমদিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে বলেন সাদমান বলেন, ‘মুশফিক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘কী হয়েছে?’ আমি বলেছিলাম, ‘আমার কাছে মনে হয়েছে ইন-লাইন, উইকেটে হিট করবে।’ তাই আর রিভিউ নেওয়া হয়নি। তবে রিভিউ নেওয়া উচিত ছিল।’ হতাশ হলেও কিছুটা হলেও খুশি সাদমান। বললেন, ‘দল আমার কাছে যা আশা করেছিল আমি তার কিছুটা দিতে পেরেছি। ইনিংস আরও লম্বা করতে পারলে ভালো হতো। আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। তাই ভালো লাগছে।’ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন সাদমান। গতকালেরটি সহ দুটি ফিফটি করেছেন। আগেরটিও উইন্ডিজের বিপক্ষেই।