আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মিসরে ২৫০০ বছর আগের ১৩ কফিন উদ্ধার: এখনো অক্ষত

মিসরে ২৫০০ বছর আগের ১৩ কফিন উদ্ধার: এখনো অক্ষত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২০ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মিসর যেন এক রহস্যের দেশ। সম্প্রতি সেখানকার প্রত্নতাত্ত্বিকরা কয়েক হাজার বছরের পুরনো ১৩টি কফিন খুঁজে পেয়েছেন।
সেগুলো সাহারা মরুভূমির গভীরে সাক্কারা নামক সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে। জায়গাটি মিসরের রাজধানী কায়রো শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
অক্ষত কফিনগুলো নিয়ে এখন গবেষণা চলছে। গবেষকদের ধারণা, সেগুলো প্রায় আড়াই হাজার বছর আগে সিল করে দেওয়া হয়েছিল। এত দিন পরেও যথেষ্ট ভালো অবস্থায় আছে।
এমনকি কাঠের কফিনগুলোর গায়ে রং পর্যন্ত ভালো আছে। ওই সামধিক্ষেত্র থেকে কয়েক হাজার সারকোফ্যাগাস পাওয়া গেছে। বোতলাকৃতি, মানুষের মতো নকশাযুক্ত এই সিল করা পাত্রগুলো অন্তেষ্টিক্রিয়ার সময় ব্যবহার হতো বলে মনে করছেন গবেষকরা।
মিসরের পর্যটন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শবাধারগুলো একটির উপর আরেকটি সাজিয়ে রাখা হয়েছিল। সেগুলো ভূমি থেকে প্রায় ১১ মিটার নীচে পাওয়া গেছে।
দেশটির পর্যটনমন্ত্রী খালেদ আল-আনানি বলেছেন, এটা একটা অন্য রকম অনুভূতি, যখন নতুন পুরাতাত্ত্বিক কিছু খুঁজে পাওয়া যায় সেটা সত্যিই আনন্দের।
সূত্র : টাইমস নাউ, নিউইয়র্ক পোস্ট