বাংলাদেশের বয়স যত আমার তত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১ , ১:১৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

দিনের শেষে ডেস্ক : কালে-ভদ্রে অভিনয় ও উপস্থাপনায় দেখা গেলেও আগুনের একমাত্র পরিচয় কণ্ঠশিল্পী। পাশাপাশি বলা যায়, একজন দেশপ্রেমিক কণ্ঠশিল্পী তিনি। পরিবার থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে দেশের বাইরে সপরিবারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু আগুন দেশের বাইরে যেতে কখনোই আগ্রহ প্রকাশ করেননি। কারণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময়ে অর্থাৎ ১৯৭১ সালের ৯ ফেব্রম্নয়ারি আগুনের জন্ম। তার জন্মের সময় সারাদেশে চারিদিকে আগুন জ্বলছিল দাউ দাউ করে। তাই বাবা খান আতাউর রহমান তার নাম রাখেন ‘আগুন’। আগুনের মা নীলুফার ইয়াসমিনের কণ্ঠে গাওয়া আগুনকে নিয়ে একটি জনপ্রিয় গানও আছে। গানটি হলো ‘আগুন জ্বলেরে নিভানোর কেউ নাই’। গানটি খান আতাউর রহমান পরিচালিত ‘সুজন সখী’ সিনেমার। গানটি লিখেছেন এবং সুর করেছেন খান আতাউর রহমান। এদিকে আজ জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই। তার স্ত্রী ফারহানা খান তান্না বলেন, ‘আজ আগুন ৫০ বছর পূর্ণ করছে, আলহামদুলিলস্নাহ। আলস্নাহ যেন তাকে আরও দীর্ঘজীবী করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন এই দোয়া চাই সবার কাছে। আর আজকের দিনে পরিবারের মধ্যেই বিশেষ আয়োজন করা হয়েছে। দুই সন্তান মিছিল ও মশালকে নিয়েই বিশেষভাবে দিনটি উদযাপন করার চেষ্টা থাকবে।’
আগুন বলেন, ‘জন্মদিন এলেই শুধু নয়, সব সময়ই আসলে আব্বা আম্মাকে মিস করি। বয়স এতো হয়ে গেছে সেটা আসলে কখনোই ভাবিনি। এখনো মাঝে মাঝে আমার নিজেকে সেই ছোট্ট আগুনটিই মনে হয়। চেষ্টা করেছি বাবার আদর্শে নিজেকে গড়ে তুলতে। আমার বড় ছেলে মিছিলও এখন একজন গায়ক, আমার বিশ্বাস ও আমার চেয়েও অনেক ভালো করবে। কারণ গানের প্রতি তার রয়েছে প্রবল ভালোবাসা। ভীষণ ভালো লাগছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পার হচ্ছে। আমারও বয়স ৫০ পূর্ণ হলো। সব মিলিয়ে বাংলাদেশ আর আমি কেমন যেন সৃষ্টির শুরু থেকেই একটা অন্যরকম সম্পর্কে সম্পৃক্ত। তাই হয়তো দেশের প্রতি আমার এতো এতো ভালোবাসা। এমন সোনার বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না, কখনো না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সত্যিই এই বাংলাদেশকে আমি খুউব ভালোবাসি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ আগুনের কণ্ঠে এখন পর্যন্ত সিনেমার বাইরে সবচেয়ে জনপ্রিয় গান ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’ গানটি। এটি লিখেছিলেন আগুন এবং সুর করেছিলেন গীটারের জাদুকর আইয়ুব বাচ্চু। সিনেমার গানে একজন পেস্ন-ব্যাক সিঙ্গার হিসেবে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় গান গেয়ে আগুন ১৯৯৩ সালে একজন গায়ক হিসেবে ঈর্ষণীয় জনপ্রিয়তা লাভ করেন। আগুন অভিনীত উলেস্নখযোগ্য সিনেমা হচ্ছে খান আতাউর রহমানের ‘এখনো অনেক রাত’, শাহআলম কিরনের ‘একাত্তরের মা জননী’, হুমায়ূন আহমেদ-এর ‘ঘেটুপুত্র কমলা’। আগুন নিয়মিত উপস্থাপনাও করেন।