আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশালে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় যাত্রীর মুখমণ্ডল আঘাত

বরিশালে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় যাত্রীর মুখমণ্ডল আঘাত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২১ , ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরিশাল প্রতিনিধি : তার নাম সৈয়দ আক্তার হোসেন বাদল। এক অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া চাওয়ায় প্রতিবাদ করেছিলেন তিনি। আর এতে তাকে মারধর করে মুখমণ্ডল ফাটিয়ে দিয়েছেন ওই চালক। আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তিনি নগরের সাগরদি এলাকার একজন ব্যবসায়ী। সোমবার লকডাউনের প্রথম দিন সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে সামনে এ ঘটনা ঘটে।
আহত আক্তার হোসেন জানান, সাগরদি থেকে একটি ব্যাটারিচালিত হলুদ অটোরিকশায় চড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটে নামেন তিনি। পূর্ব নির্ধারিত ভাড়া ৫ টাকা দিলে ওই অটোচালক তা না নিয়ে দ্বিগুণ ভাড়া ১০ টাকা দাবি করেন। এ নিয়ে বাদানুবাদ হলে চালক তার ওপর আকস্মিক আক্রমণ চালান।
অটোচালকের হামলায় যাত্রী বাদলের মুখমণ্ডল ও ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। এসময়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অটোরিকশা রেখে পালিয়ে যান ওই চালক। পরে আহত ওই ব্যক্তিকে শেবাচিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটো গাড়িটি জব্দ করে নিয়ে থানায় আনা হয়েছে।